বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন

ম্যাচজয়ী ডি মারিয়ার প্রসংশায় লরা ব্লা

ম্যাচজয়ী ডি মারিয়ার প্রসংশায় লরা ব্লা

অনলাইন বিজ্ঞাপন

স্পোর্টস ডেস্ক

প্যারিস সেন্ট জার্মেইর হয়ে অসাধারণ পারর্ফম করা অ্যাঙ্গেল ডি মারিয়ার প্রতি ভীষণ সন্তুষ্ট দলের কোচ লরা ব্লা। শুক্রবার (৩০ অক্টোবর) রেনেসের বিপক্ষে আর্জেন্টাইন মিডফিল্ডারের ম্যাচজয়ী পারফরম্যান্সের পর লরা বিশ্বাস করেন, সমর্থকরা তার কাছ থেকে আরো বেশি আশা করতে পারে।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে যোগ দেওয়া পর ডি মারিয়া এদিন পিএসজি’র হয়ে তৃতীয় গোল করলেন। দলের সেরা দুই স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ ও এডিনসন কাভানির অনুপস্থিতিতে ১-০ গোলে জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা।

ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে গত গ্রীষ্মকালীন দল-বদলে পিএসজিতে যোগ দেন ডি মারিয়া। আর লরা ব্লা মনেকরেন, সাবেক রিয়াল মাদ্রিদ তারকা পিএসজি’র সঙ্গে দারুণ মানিয়ে নিয়েছে।

লরা বলেন, ‘কোচের কাছ থেকে ডি মারিয়াকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। সে যোকোন পজিশনে খেলতে পারে। দলে তার ফুবলীয় দক্ষতা অসাধারণ।’

তিনি আরো বলেন, ‘দলে মানিয়ে নেওয়ার জন্য তাকে আরো সময় দিতে হবে। আমার বিশ্বাস সে আরো ভালো করবে। সে এখানে থেকে নিজেকে উপভোগ করছে। আর সে একজন বুদ্ধিমান ফুটবলার। আমি তাকে নিয়ে ভীত নই।’

বাংলা নিউজ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM