আলোকিত কক্সবাজার ডেক্স ॥
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশের মাটিতে কোনো বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিবাদের ঠাঁই হবে না। যে কোন মূল্যে জঙ্গি দমনের মাধ্যমে বাংলাদেশকে একটি শান্তি ও সমৃদ্ধির দেশ হিসেবে গড়ে তোলা হবে। আজ শুক্রবার বিকেলে সুপ্রিম কোর্টি বার এসোসিয়েশন মিলনায়তনে ‘সার্ক কালচারাল সোসাইটির উদ্যোগে মৈত্রী উৎসব-২০১৫’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল আরো বলেন, কাঁটা তারের বেড়া দিয়ে বন্ধুত্ব ও ভালোবাসা বন্ধ করা যাবে না। বাংলাদেশের উন্নয়নে স্বাধীনতা যুদ্ধকাল থেকেই ভারত সব সময় আমাদের পাশে ছিল এবং থাকবে।
এ ছাড়াও তিনি দুই বিদেশি হত্যার কথা উল্লেখ করে বলেন, শিগগিরই হত্যার মূল রহস্য জাতির কাছে উদঘাটন করা হবে। যারা এর সাথে জড়িত তাদেরকে সনাক্ত করা হয়েছে। হোসনী দালানে যারা গ্রেনেড হামলা করেছে তারা একাত্তরের ঘাতক-দালাল যুদ্ধাপরাধীদের দোসর। তাদেরও সনাক্ত করে শাস্তির ব্যবস্থা করা হবে।
তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী হামলাকারীদের সনাক্ত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে এবং ইতোমধ্যে কয়েক জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
সোসাইটির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত মৈত্রী উৎসবে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক সৌগত রায়, ভারতীয় লোকসভার সদস্য ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অধ্যাপক সৌগত রায়, ত্রিপুরা বিধান সভার বিরোধী দলীয় নেতা সুদীপ রায় বর্মন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক বিধায়ক এডভোকেট অরুন কান্তি ভৌমিক, ভারতীয় সাংবাদিক তরুন চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ঢাকা মহানগরীর নকুল চন্দ্র সাহা, সংগঠনের সাধারণ সম্পাদক সুজন দে প্রমুখ।
-কালের কণ্ঠ
মন্তব্য করুন