বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন

বাঁকখালী নদীতে স্পীড বোটের ধাক্কায় শিশু নিখোঁজ : উদ্ধার ৪

বাঁকখালী নদীতে স্পীড বোটের ধাক্কায় শিশু নিখোঁজ : উদ্ধার ৪

অনলাইন বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক॥
কক্সবাজারের বাঁকখালী নদীতে স্পীড বোটের ধাক্কায় নৌকা আরোহী শিশু নিখোঁজ হয়েছে। বুধবার বিকেল ৫টায় বিএফডিসি ফিশারী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কক্সবাজার থেকে মহেশখালীগামী স্পীড বোটটি ফিশারী ঘাট মোহনায় পারাপারের কাজে ব্যবহৃত একটি নৌকাকে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকায় কর্মরত শিশু মোহাম্মদ জুয়েল (১৩) পানিতে ডুবে নিখোঁজ হয়ে পড়ে।
এসময় স্পীড বোটে আরোহী চার যাত্রী পানিতে পড়ে গেলে তাদের দ্রুত উদ্ধার করে জেলেরা। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টায়) শিশু জুয়েলের কোন হদিস পাওয়া যায়নি।
এদিকে এ ব্যাপারে জানতে চাইলে কোস্ট গার্ড কক্সবাজার স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার সুমন আহমেদ বলেন, কোস্ট গার্ডের একটি দল বাঁকখালী নদীতে টইলে রয়েছে। খবর পেয়ে ঘটনস্থলে যান তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM