ইউক্রেনের উপর রাশিয়ার ‘আক্রমণ’ নিয়ে প্রথম থেকেই যখন সরব ছিল আমেরিকা। তার সঙ্গে যোগ হয়েছে সম্প্রতি সিরিয়ায় আসাদের সমর্থনে রাশিয়ার বিমানহানা। আমেরিকার অপছন্দের তালিকার একেবারে উপরের দিকে রয়েছেন আসাদ। সেই আসাদকে সমর্থন ভাল ভাবে নেয়নি আমেরিকা। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জশ আর্নেস্ট বলেন, আমরা বেশ কয়েক সপ্তাহ রাশিয়ার অর্থনীতির উপর নজর রাখছি। রাশিয়ার অর্থনীতির হাল বেশ খারাপ। নামতে নামতে এখন তা দাঁড়িয়েছে ১৫ নম্রে, স্পেনেরও নীচে। রাশিয়ার রাজনৈতিক সঙ্কট ক্রমশ স্পষ্ট হচ্ছে। সোভিয়েতের পতনের পর ওই অঞ্চলে রাশিয়ার রাজনৈতিক আধিপত্য কমেছে। সব দিক খতিয়ে দেখলে বোঝা যাচ্ছে, রাশিয়া আর সুপারপাওয়ার নেই।
সিরিয়ায় রাশিয়ার হামলাকেও এ দিন কটাক্ষ করেছে আমেরিকা। হোয়াইট হাউজের দাবি, ওই অঞ্চলে বন্ধু খুঁজে পাচ্ছে না রাশিয়া। আসাদ এবং ইরান বাদে সবাই রাশিয়ার শত্রু বলে দাবি ওবামা প্রশাসনের।
মন্তব্য করুন