মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
ইমরান-রিহামের ডিভোর্সের খবর শুক্রবার তেহরিক-ই-ইনসাফের মুখপাত্র নাইম উল হক জানিয়েছেন একটি বিবৃতিতে, “পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও রিহাম খান পারস্পরিক সম্মতিতে তালাকের সিদ্ধান্ত নিয়েছেন। এই যন্ত্রণাদায়ক ঘটনার গুরুত্ব ও স্পর্শকাতরতা বিবেচনা করে মিডিয়াকে কোনো অনুমানে ভর না করতে অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে আর কিছু জানানো হবে না।”
গত সেপ্টেম্বর পাকিস্তান মিডিয়ায় খবর হয় যে ইমরান ও রিহামের মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছে না। পাকিস্তান টুডে তখন সংবাদ করে যে, রিহামের রাজনৈতিক অভিলাসের ব্যাপার নিয়ে ইমরান বিরক্ত। ইমরান তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন, তাদের সম্পর্ক ঠিক আছে। রিপোর্টে আরো জানানো হয়েছিল, ইমরান ইংল্যান্ডে জেমিমা ও তার সন্তানদের কাছে ফিরে গিয়েছিলেন। এরপর ইমরান পাকিস্তানে ফিরলে স্ত্রী রিহামের সাথে সম্পর্কের আরো অবনতি হয়।
মন্তব্য করুন