মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও ইমরান খানের বিচ্ছেদ

দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও ইমরান খানের বিচ্ছেদ

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥
দশ মাস পেরোতে পারলো না। ইমরান খান তালাক দিলেন তার দ্বিতীয় স্ত্রী রিহামকে। ২০১৫ সালের জানুয়ারিতে বিবিসির সাবেক প্রেজেন্টার রিহামকে বিয়ে করেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান। ২০১৪ সালের ডিসেম্বরে তাদের রোমান্সের খবর আসে বৃটিশ সংবাদপত্রে।
৬৩ বছরের ইমরান পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের প্রধান। আর ৪২ বছরের রিহামের পেশা ছিল সাংবাদিকতা। এটি ছিল রিহামের দ্বিতীয় বিয়ে। ইমরানেরও দ্বিতীয় বিয়ে ছিল এটি। রিহামের আগের বিয়েতে ছিল তিন সন্তান। ইমরান বিয়ে করেছিলেন বৃটিশ জেমিমা গোল্ডস্মিথকে। ১৯৯৫ থেকে ২০০৪ পর্যন্ত সংসার করেছেন তারা। এরপর তালাক হয়। ওই সংসারে ২ ছেলে ইমরান ও জেমিমার। জেমিমা এখন রাসেল ব্র্যান্ডের সাথে ডেট করেন। রিহাম ১৫ বছর সংসার করেছেন ইজাজ রহমানের সাথে। ২০০৫ সালে তাদের তালাক হয়।

ইমরান-রিহামের ডিভোর্সের খবর শুক্রবার তেহরিক-ই-ইনসাফের মুখপাত্র নাইম উল হক জানিয়েছেন একটি বিবৃতিতে, “পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও রিহাম খান পারস্পরিক সম্মতিতে তালাকের সিদ্ধান্ত নিয়েছেন। এই যন্ত্রণাদায়ক ঘটনার গুরুত্ব ও স্পর্শকাতরতা বিবেচনা করে মিডিয়াকে কোনো অনুমানে ভর না করতে অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে আর কিছু জানানো হবে না।”

গত সেপ্টেম্বর পাকিস্তান মিডিয়ায় খবর হয় যে ইমরান ও রিহামের মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছে না। পাকিস্তান টুডে তখন সংবাদ করে যে, রিহামের রাজনৈতিক অভিলাসের ব্যাপার নিয়ে ইমরান বিরক্ত। ইমরান তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন, তাদের সম্পর্ক ঠিক আছে। রিপোর্টে আরো জানানো হয়েছিল, ইমরান ইংল্যান্ডে জেমিমা ও তার সন্তানদের কাছে ফিরে গিয়েছিলেন। এরপর ইমরান পাকিস্তানে ফিরলে স্ত্রী রিহামের সাথে সম্পর্কের আরো অবনতি হয়।

 


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM