মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
বৃহস্পতিবার এই প্রাথমিক দলের ক্যাম্প শুরু হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন ১১ জন খেলোয়াড়। ছয়জন শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে ফিরছেন। আর যুক্তরাষ্ট্রে থাকা সাকিব আল হাসান শনিবার বিকেলে ফিরবেন।
জুনে ভারতের সাথে দেশের মাটিতে খেলার সময় ইনজুরিতে পড়েন তাসকিন। সাইড স্ট্রেইনের সমস্যায় পড়েন তিনি। এরপর সেরে উঠে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফরে যান। কিন্তু সেখানে ১৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলার সময় একই ইনজুরিতে আবার পড়েন। পরদিন দেশে ফিরে আসেন। এতদিন ছিলেন পূনর্বাসন প্রক্রিয়ার মধ্যে।
তাসকিন ইনজুরির ব্যাপারে এখন বলছেন, “আর কোনো সমস্যা নেই। বুধবার ও বৃহস্পতিবার আমি পুরো জোর দিয়ে বল করেছি। সামনে আর সমস্যা হবে না বলেই আশা করছি। আমার স্বাভাবিক গতিতে বল করতে পারবো। ফিজিওর কাছেও যেতে হচ্ছে না। আগামী কয়েক দিন এভাবে বল করতে পারলে আমি আরো আত্মবিশ্বাসী হযে উঠতে পারবো।” এর সাথে তাসকিন আরো বলেন, “ইনজুরিমুক্ত হয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছি আমি। বোলিংয়ের সময় ব্যথা অনুভব করছি না। খেলার সুযোগ পেলে আমি ভালো করবো।”
২০ বছরের তাসকিন মনে করেন জুনে ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠেই মাঠে নেমেছিলেন বলে আবার সমস্যায় পড়তে হয়েছিল। এবার আর তা হচ্ছে না। তাসকিনের ভাষায়, “তখন আমি পুরোপুরি সেরে না উঠে নিজের ওপর চাপ দিয়েছিলাম। কিন্তু এবার গত পাঁচ সপ্তাহ পূনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছি। আমার বোলিংয়ের ছন্দও খুঁজে পেয়েছি।”
মন্তব্য করুন