বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তি:
জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। জহিরুল ইসলাম সিকদারকে সভাপতি ও শফিউল্লাহ আনসারীকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় সভাপতি শুক্কুর মাহমুদ ও সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধা সিরাজুল ইসলাম এ কমিটি অনুমোদন দেন বলে নিশ্চিত করেছেন কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারী জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলা শাখার সম্মেলনে জহিরুল ইসলাম সিকদার সভাপতি ও শফিউল্লাহ আনসারী সাধারণ সম্পাদক নির্বাচিত হলে ওই দিন সম্মেলনে কমিটিটি ঘোষনা করা হয়েছিল। পরে গত ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটি বরাবরে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি জমা দেয়া হয়। ১৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।
মন্তব্য করুন