নিউ ইয়র্ক সিটি তার আলোকসজ্জার জন্যে বিখ্যাত। আকাশছোঁড়া ভবন থেকে ঠিকরে বেরিয়ে আসা ছোট ছোট আলোক বিন্দুগুলো এক কল্পনা রাজ্যে নিয়ে যায়। কিন্তু সব আলো যদি নিভে যায় তাহলে কি হবে? নিউ ইয়র্কসহ বেশ কয়েকটি শহরের আকাশটাও কিন্তু স্বপ্নীল। এখানে দেখুন তার নমুনা।ফটোগ্রাফার থিয়েরি কোহেন অন্ধকার শহরের ছবি নিয়ে কাজ করেছেন। তার অ্যালবামের নাম ‘ভিলেন এতিনটেস (অন্ধকার শহর)’। তিনি শুধু আমেরিকার বিভিন্ন শহরের ছবিই তুলেছেন তা নয়। তিনি বিশ্বের বিভিন্ন বিখ্যাত সব শহরের আলোবিহীন অবস্থাটা তুলে এনেছেন। ১. যদি নিউ ইয়র্ক সিটির সব আলো নিভে যায়, তবে এমনই ভূতুড়ে কিন্তু অদ্ভুত মায়াময় দেখাবে শহরটিকে।
২. এম্পায়ার স্টেট বিল্ডিং অন্ধকারে এমনটাই দেখাবে। একমাত্র আলোকসজ্জার কারণে এর আকাশ দেখা যায় না।
৩. আমেরিকার বাইরের আকাশেও চোখ দিয়েছিলেন কোহেন। এই ছবিটি প্যারিসের বিখ্যাত হোয়াইট স্টোন আর্কিটেকচারের ছবি। আলোবিহীন অবস্থায় এর চেহারা দেখুন।
৪. এই ছবিটি অন্ধকার রাতে ওয়াল্ট ডিজনি কনসার্ট হলের।
৫. সাংহাই সিটিতে যেনে অ্যাপোকেলিপস চলছে।
৬. ব্রাজিলের রিও ডি জেনিরোতে যখন কোনো জ্বলছে না। সূত্র : বিজনেস ইনসাইডার
মন্তব্য করুন