আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ”সমশের মবিন চৌধুরীর পদত্যাগ বিএনপির নেতিবাচক রাজনীতির হতাশাব্যঞ্জক বহিঃপ্রকাশ।” এটিকে ‘বিএনপির আভ্যন্তরীণ কলহের করুণ পরিণতি’ মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ”বিএনপি একসময় আন্দোলনে ব্যর্থ হয়ে কুটনীতিনির্ভর রাজনীতি শুরু করেছিল। সে সময় একজন সাবেক কুটনীতিবিদ হিসেবে সমশের মবিন চৌধুরী বিদেশিদের কাছে নালিশ জানানোর পুরোভাগে ছিলেন। এখন তিনিও দলে টিকতে পারছেন না। তাই বাধ্য হয়ে দল থেকে পদত্যাগ করেছেন।”
মন্ত্রী আজ শুক্রবার নোয়াখালীর বাণিজ্যিক শহর চৌমুহনীতে চার লেন সড়কের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে পৌর মেয়রের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। পরে তিনি সরকারি কাররিগরি উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মন্তব্য করুন