বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
বিনোদন ডেক্স॥
আর বাল্কির ‘কি কা’ ছবিতে একজন বিজনেস ওম্যান হিসেবে দেখা যাবে সেফ বেগম কারিনা কাপুর খানকে। সারা ছবিতে স্মার্ট ক্যাজুয়ালস, স্যুট এবং পশ্চিমী পোশাকেই শ্যুটিং করেছেন পতৌদি খানদানের বেগম। কিন্তু ভক্তদের পুরোটাই আশাহত না করে এই ছবির একটি গানের জন্যে কারিনা পরলেন ভারতীয় পোশাক। মনীশ মলহোত্রার ডিজাইন করা ৩২ কেজি ওজনের একটি লহেঙ্গা।
কারিনার প্রিয় ফ্যাশন ডিজাইনারের তৈরি করা এই লেহেঙ্গাটিতে ভারী জারদৌসির কাজ আছে। এছাড়া একাধিক স্তরে নেটও আছে লেহেঙ্গাটিতে।
এই লেহেঙ্গাটি পরে গত দুদিন মুম্বাইয়ের শহরতলির একটি স্টুডিওতে শ্যুটিংও করেছেন বেবো। ছবিতে এই প্রথমবারের জন্যে কারিনার বিপরীতে কাজ করছেন অর্জুন কাপুর।
সূত্র: এবিপি আনন্দ
মন্তব্য করুন