বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় মাসিক আইন-শৃংখলা সমন্বয় সভায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাপা নেতা হাজি¦ মুহাম্মদ ইলিয়াছ এম.পি বলেছেন, এলাকার সকল শ্রেণী পেশার মানূষের জানমালের নিরাপত্তা বিধান ও স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নিশ্চিত করতে প্রজাতন্ত্রের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, থানা-পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃস্থানীয়, সমাজ প্রতিনিধি সহ সবাইকে সততা, নিষ্টা ও আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধ হয়ে সমন্বিত পদক্ষেপে কাজ করতে হবে। সন্ত্রাসী অপরাধীরা প্রকৃত অর্থে কোন দলের নেতাকর্মী সমর্থক হতে পারেনা। তারা বিভিন্ন চত্রচ্ছায়ায় আশ্রিত লালিত হলেও সমাজ জিবনকে জিম্মি ও অতিষ্টে তারা এক আর অভিন্ন। দু’লক্ষাধিক মানূষের জনপদ পেকুয়া গুটিকয়েক সমাজ বিরোধী অস্ত্রধারী সন্ত্রাসীদের কাছে জিম্মিবস্থায় রাখা বা হয়ে পড়া কারো কাম্য নয়। বিধায়, যে কোন ধরনের অপরাধ ও সমাজ বিরোধী কর্মকান্ডে জড়িতদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার পূর্বক বিচার আদালতে সৌপর্দ্দে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। গতকাল ২৯অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মাসিক আইন-শৃংখলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পেকুয়ার ইউএনও মোঃ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্টিত এ সমন্বয় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি, পেকুয়া থানার ওসি(তদন্ত) মোঃ শহিদ উল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এড. কামাল হোসাইন, জেলা আওয়ামীলীগ নেতা এস.এম.গিয়াসুদ্দিন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ.টি.এম বখতিয়ার উদ্দিন চৌধুরী, বিশিষ্ট শিক্ষানূরাগী মাষ্টার এম.এম শাহজাহান চৌধুরী, শিলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হোসাইন, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ¦ বদিউল আলম, উজানটিয়া ইউপি চেয়ারম্যান এম. শহিদুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মাষ্টার ছাবের আহমদ, মহিলা আওয়ামীলীগের সাবেক সভানেত্রী বেগম উম্মে কুলসুম মিনু, রাজাখালী ইউপি’র সদস্য জাপা নেতা হোসাইন শহিদ সাইফুল্লাহ, পেকুয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি এইচ, এম, নুরুল আবছার প্রমুখ। এসভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। আইন-শৃংখলা মতবিনিময় সভার পর উপজেলা প্রশাসনের তরফ থেকে এলাকার বণ্যা দূর্গত দূঃস্থ্য মহিলাদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরনও করেন মাননীয় সংসদ সদস্য।
মন্তব্য করুন