সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

চকরিয়ায় বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা

চকরিয়ায় বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা

অনলাইন বিজ্ঞাপন

চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভরামুহুরী এলাকায় বসতভিটা থেকে উচ্ছেদে মহিলার বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। ওইসময় হামলাকারী দুর্বৃত্তরা ওই মহিলার কাছ থেকে ১৫লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে বসতভিটা থেকে বাড়িটি উচ্ছেদ করা হবে বলে হুমকি দেন। এ অবস্থার প্রেক্ষিতে ভুক্তভোগী মহিলা চকরিয়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকার মোহাম্মদ ইলিয়াছের স্ত্রী তছলিমা আক্তার (৩০) বাদি হয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি নালিশী মামলা করেছেন। আদালত বাদির অভিযোগ আমলে নিয়ে এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করার জন্য চকরিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলায় আসামি করা হয়েছে সাইফুল ইসলাম বাবুল, শহিদুল ইসলাম সোহেল, ভরামুহুরী এলাকার মৃত নুরুল আলমের স্ত্রী হাছিনা বেগম, নুরুল আবছারের মেয়ে সুমি আক্তার, মোশারফ হোসেন, মৃত নুরুল আলমের মেয়ে ইরান বেগমসহ ৬জনকে।
মামলার আর্জিতে বাদি তছলিমা বেগম জানান, ভরামুহুরী মৌজার ওয়ারিশসুত্রে বিএস খতিয়ান মালিক কবির আহমদের কাছ থেকে ১৯৮০সালের ১০জুন ২৬৬০ নম্বর রেজি: দলিলমুলে ৮শতক জায়গা ক্রয় করেন তিনি। ওই জায়গায় বাড়ি নির্মাণ করে পরিবার সদস্যদের নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু দীর্ঘদিন পর এসে গত কয়েকমাস আগে অভিযুক্ত আসামিরা তার বসতভিটাটি দখল করতে নানাভাবে অপচেষ্টা চালাতে শুরু করেন। সর্বশেষ গত ২০জুলাই অভিযুক্ত আসামিরা দলবদ্ধ হয়ে বাদির বাড়িতে অতর্কিত ঢুকে হামলা করে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। বাদি তছলিমা বেগম জানান, বাড়িতে হামলা চালিয়ে চলে যাওয়ার সময় অভিযুক্তরা তার কাছে ১৫লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে বসতভিটা থেকে বাড়িটি ভেঙ্গে উচ্ছেদ করে দেয়ার হুমকি দেন। এ অবস্থায় তিনি নিরুপায় হয়ে আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এ নালিশী মামলা দায়ের করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM