মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন
টেকনাফ প্রতিনিধি
টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার চিরসবুজ প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত “নাইট্যংপাড়া চ্যাম্পিয়ন ফুটবল লীগ’১৫ শুভ উদ্ধোধনী খেলা শুরু হয়েছে। ২৯ অক্টোবর বিকালে টেকনাফ বাস টার্মিনাল মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে এ খেলা উদ্ধোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মো: ইউনুছ, বিশেষ অতিথি ফুটবল খেলোয়াড় শাহ আলম, মো: উল্লাহ, মো: হাসিম, ছাত্রলীগ নেতা মো: রিদুয়ানসহ, মোঃ শাহ মাঝি, বাচাঁ মিয়া, স্থানীয় গণ্যমান্য ও ক্রিড়াবীদগণ উপস্থিত ছিলেন। উদ্ধোধনী খেলায় ১ম আসরে জীবিয়া এন্ড মাঈন সিটি ফুটবল দল ও ইয়ং স্টার ফুটবল একাদশের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় ৬টি দল অংশ গ্রহণ করেন। এতে দু-দলের খেলায় কোন দল গোল করতে পারেনি। ড্র ঘোষনা করা হয়েছে। চির সবুজ প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত মো: ইউ ছুপের সার্বিক পরিচালনায় এ ১ম আসরের খেলা সম্পন্ন হয়। প্রধান অতিথির বক্তব্যে হাজী ইউনুছ বলেন, মানুষের মানসিকতা বিকাশের জন্য ক্রিড়া চর্চা প্রয়োজন। আর যারা এই ধরনের উদ্যোগ নিয়েছেন তাদেরকে স্বাগত জানায় এবং ক্রিড়া চর্চা অব্যাহত রাখার জন্য সকলকে পরার্মশ দেন ।
মন্তব্য করুন