মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯’শ পিস ইয়াবাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ শাখা ডিবি পুলিশ।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে নয়টার দিকে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক মহিলার নাম রশিদা বেগম (৪২)। তিনি টেকনাফ শাহ পরীর দ্বীপ এলাকার জহির আহমদ’র স্ত্রী।
ডিবি পুলিশের পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হবে বলে জানিয়েছেন ওসি শেখ মোহাম্মদ আলী।
মন্তব্য করুন