কক্সবাজার শহরতলীর বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৪২ হাজার জাল টাকাসহ দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ শাখা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২৮জানুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে ডিবি ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে জালটাকাসহ তাকে আটক করা হয়।
আটকৃতরা হলে, নাম নূরুল ইসলাম (৪৫) ও মোঃ আলী (৪২)৷
তথ্যের সত্যতা নিশ্চিত করে ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন