শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতঃ ৪৫ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতঃ ৪৫ হাজার টাকা জরিমানা

অনলাইন বিজ্ঞাপন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৩টি রেস্তোরাঁকে ৪৫ হাজারা টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের কয়েকটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নিজস্ব ম্যাসেঞ্জার গ্রুপে পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পাঠানো তথ্য থেকে জানানো হয়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নবান্ন রেস্তোরাঁকে ১০ হাজার, কাঁচা লংকা রেস্টুরেন্টকে ২০ হাজার এবং আইবিচ রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের সহকাররী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা অভিযানের নেতৃত্ব দেন।

এ সময় মাস্ক ছাড়া রাস্তায় চলাচলকারী জনগণকে মাস্ক পরতে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

আনসার বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM