শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
কক্সবাজারের মহেশখালীতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরো এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাড়ালো তিন জনে।
নিহত ব্যক্তির নাম জসিম উদ্দিন (৩৮)। তিনি চকরিয়া উপজেলার হারবাং এর বাসিন্দা। তিনি মাদ্রাসার সভায় বেলুন বিক্রি করতে সেখানে গিয়েছিলেন।
শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ১১ টার দিকে মহেশখালীর মাতারবাড়ী উচ্চবিদ্যালয় মাঠে এ দূর্ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নিহত দুই শিশুরা হলেন , স্থানিয় মিয়াজী পাড়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে আহাকান (১২) এবং বলির পাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে এরশাদুল রহমান (১০)।
মন্তব্য করুন