বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে মামুলি টার্গেট দিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। টসে হেরে ব্যাট করতে নেমে সাকিব আল হাসান ও অভিষিক্ত হাসান মাহমুদের বোলিং তোপে ৩২ দশমিক ২ ওভারে মাত্র ১২২ রানে অলআউট হয়েছে ক্যারিবীয়রা।
দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান ৪টি উইকেটে শিকার করেছেন। অভিষেকে দুর্দান্ত বোলিং করেছেন হাসান মাহমুদ। তিন ক্যারিবীয় ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়েছেন এই তরুণ পেসার। এছাড়া কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান নিয়েছেন ২ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেছেন কাইল মেয়ার্স। রভম্যান পাওয়েল করেছেন ২৮ রান। এছাড়া অধিনায়ক জেসন মোহাম্মদের ব্যাট থেকে এসেছে ১৭ রান।
এর আগে টসে জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। সূত্র-কালেরকণ্ঠ
মন্তব্য করুন