শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

টেকনাফে ৩লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে ৩লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

অনলাইন বিজ্ঞাপন

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৩ লাখ ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের সীমান্ত দিয়ে প্রবেশের সময় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে এই সব ইয়াবা ট্যাবলেট জব্দ করে। তবে, এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ফয়সল হাসান খান বলেন, মঙ্গলবার রাতে হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার সীমান্তে অভিযান চালিয়ে ৪৫ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। একই রাতে আরেকটি অভিযানে দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৭৫ হাজার পিচ ইয়াবা জব্দ করে।

উদ্ধার হওয়া এসব ইয়াবা বিজিবি হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে আনানুগ ব্যবস্থা নেয়া হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM