কক্সবাজারের উখিয়ার টিভি টাওয়ার সংলগ্ন মহাসড়কে টেকনাফগামী সেন্টমার্টিন সার্ভিসের সাথে টমটমের সংঘর্ষে টমটমের ড্রাইভারসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহতদের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারী) সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। শাহপরী হাইওয়ে থানার ওসি মারুফ আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
নিহতদের মাঝে মনির আহমদ (২২) ঘুমধুম নোয়াপাড়ার আবদুর রহিমের ছেলে। অপর নিহত টমটম চালক জাফর আহমদ (৩২) পালংখালীর মৃত আবুল হোসেন মিস্ত্রির ছেলে।
আহতের মধ্যে নোয়াপাড়ার মৃত মকবুল ছোবাহানের ছেলে খাইরুল বশর বাবুলের(৩২) অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের টিভি টাওয়ার সংলগ্ন রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহপরী হাইওয়ে থানার ওসি মারুফুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পর্যটক নিয়ে বিলাসবহুল বাস সেন্টমার্টিন টেকনাফ যাবার পথে টেকনাফ-কক্সবাজার সড়কের উখিয়ার টিভি টাওয়ারের পাশের ঢালুতে বিপরীতমুখী টমটমকে ধাক্কা দিলে ঘটনা স্থলে দুজন মারা যান। আহত হন আরো অন্তত ৪ জন। তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। মরদেহগুলো উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।
মন্তব্য করুন