মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

অবৈধ কোন ইটভাড়া থাকবে না

অবৈধ কোন ইটভাড়া থাকবে না

অনলাইন বিজ্ঞাপন

অবশেষে কক্সবাজারে অবৈধভাবে গড়ে উঠা ইটভাড়ার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে কক্সবাজার পরিবেশ অধিদপ্তর।

আজ সোমবার (১১ ডিসেম্বর) সকালে কক্সবাজারের রামু থেকে এ অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিকুর রহমান সবুজ।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ নাজমুল হক বলেন, অনুমোদনহীন যেসব ইটভাড়া রয়েছে সবগুলোর বিরুদ্ধে ধীরে ধীরে অভিযান পরিচালনা করা হবে। কক্সবাজারে ১০৫ টির মতো অবৈধ ইটভাটার রয়েছে। তৎমধ্যে কিছু হাইকোর্টে রীট করে রেখেছে। তাই ধীর গতিতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, গুরুত্ব বিবেচনা করে আমরা ইটভাড়া ভাঙ্গা শুরু করেছি। প্রথমে সনাতন পদ্ধতীতে থাকা ইটভাড়া এবং পরে ঝিকঝাক থাকার পরও আইন না মানা এবং বনবিভাগের পাশে গড়ে উঠা ইটভাড়া ভাঙ্গা হবে। এক্ষেত্রে কোন কিছুই ছাড় দেয়া হবে না।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিকুর রহমান সবুজ জানান, পরিবেশ ছাড়পত্র ও ইট পুড়ানোর ছাড়পত্র না থাকায় অবৈধ ইটভাটা ধ্বংসে দেশব্যাপী অভিযান চলছে। এর অংশ হিসেবে কক্সবাজারেও অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে স্থানীয় পরিবেশ অধিদপ্তর, র‌্যাব, পুলিশ ও ফায়ার ব্রিগেড এর সদস্যরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM