মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

টেকনাফে মিনি ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

টেকনাফে মিনি ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

অনলাইন বিজ্ঞাপন

শাহীনশাহ, টেকনাফ 

টেকনাফ পৌরসভায় মিনি ট্রাকের ধাক্কায় মমতাজ মিয়া(৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুর আড়াই টার দিকে পৌরসভার বাসষ্টেশনে এ দূর্ঘটনা ঘটে। সে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার আবদুল হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইট ভর্তি একটি মিনি ট্রাকটি (কক্সবাজার দ-১১-০০০৮) পৌরসভার বাসষ্টেশন মাছ বাজারের কাছাকাছি পৌঁছলে পথচারি মমতাজকে ধাক্কা দেয়। এতে উক্ত পথচারী ঘটনাস্থলে মারা যায়। পরে টেকনাফ থানা পুলিশ ওই স্থান থেকে রক্তাক্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করে।

টেকনাফ মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাফায়েত আহমদ বলেন, উদ্ধার করা নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা) লাশ থানা প্রাঙ্গনে রয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM