সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন

হোয়াইক্যংয়ের সীমানা বিরুদের জের ধরে চাকমা নারীর উপর হামলা

হোয়াইক্যংয়ের সীমানা বিরুদের জের ধরে চাকমা নারীর উপর হামলা

অনলাইন বিজ্ঞাপন

শাহীনশাহ, টেকনাফ

টেকনাফের হোয়াইক্যং ্ইউনিয়নের হুরিখোলা এলাকায় বসত ভিটা জবর দখলে বাঁধা দেওয়ায় এক চাকমা নারীর উপর হামলা চালিয়েছে চিহœীত দূর্বৃত্তরা। আহত নারী স্থানীয় উকিমং চাকমার স্ত্রী উসা চাকমা (৩৫)।

জানা গেছে, ২৭ অক্টোবর বিকাল ২ টার দিকে পূর্বশত্রুতার জের ধরে উসা চাকমার বসত ভিটা দখলের চেষ্টা চালায়। এসময় বাধা দিলে উসা চাকমাকে হামলা চালিয়ে তার কাছ থেকে ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া হয় বলে জনান, আহত ওই নারী। তিনি আরো বলেন, পূর্ব শত্রুতার জের ধরে পাশ্ববর্তী সুচিংলা চাকমা ও তার পুত্র সুক্যে চাকমা, চিকন্য চাকমা, চামায়ং চাকমার ছেলে শুক্কুর চাকমা, মোমায়ং চাকমার ছেলে এ তোয়ান চাকমা মিলে বসত ভিটা জবর দখলের চেষ্টা চালানো হলে তাদের বাধাঁ দেয়া হয়। আহত নারী স্থানীয় চিকিৎসক রাখাল চন্দ্র কর্মকারের চিকিৎসাধীন রয়েছে।

তবে প্রতিপক্ষের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। হোয়াইক্যং ফাঁড়ী পুলিশের ইনচার্জ ও উপ পরিদর্শক (এসআই) শামীউর রহমান জানান, উসা চাকমা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM