বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন

উত্তেজনাপূর্ণ ম্যাচে উখিয়া’র কাছে পেকুয়া’র পরাজয়

উত্তেজনাপূর্ণ ম্যাচে উখিয়া’র কাছে পেকুয়া’র পরাজয়

অনলাইন বিজ্ঞাপন

ক্রীড়া প্রতিবেদক
টান টান উত্তেজনপূর্ণ ম্যাচে গত আসরের রানার্স আপ উখিয়া উপজেলা ফুটবল দল পেকুয়া উপজেলা ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করেছে। ২৭ অক্টোবর বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিলো। উক্ত ম্যাচে শিরোপা প্রত্যাশি উখিয়া উপজেলা ফুটবল দল ম্যাচ জিতেছে ২-০ গোলে। ফুটবল ঐতিহ্যের বিচারে উখিয়া উপজেলা এমনিতেই শক্তিশালী ফুটবল দল। এ দলে রয়েছে প্রতিভাবান নতুন খেলোয়াড় ও অভিজ্ঞ সিনিয়র খেলোয়াড়। হিসাবী লড়াই এ  পেকুয়া পিছিয়ে থাকলেও দেখারমত ফুটবল খেলেছে-শফি, ফারহান ও কাইছাররা। ময়দানে লড়াই এ দু’দল সমানে খেললেও উখিয়াকে বাঁচিয়েছে নাইজেরিয়ান অং। প্রথমার্ধে ১৪ মিনিটের সময় পেকুয়া ১ম গোল খেয়ে বসে। ফলে তারা গোল শোধে মরিয়া হয়ে উঠে, এদিকে উখিয়া উপজেলা ডিফেন্স ঠিক রেখে গোছালো আক্রমণ করতে থাকে এর ফলও আসে দ্রুত একুশ মিনিটে উখিয়ার দ্বিতীয় গোলটি করে হেলাল, ১ম গোলটি করে সৌরভ। এর পরে দু’দলই আক্রমণ পাল্টা আক্রমণ করতে থাকে। পরে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই প্রবল পতিপক্ষের বিরুদ্ধে আক্রমাণাতœক ফুটবল খেলে পেকুয়া উপজেলা। এর ফল হিসাবে পেকুয়া সমতায় আসার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধের ১৬ মিনিটে পেকুয়ার শফির জোড়ালো শট গোল পোষ্টের বারে লেগে ফিরে আসে। ম্যাচের অন্তিম মূহুর্তে পেকুয়ার স্ট্রাইকাররা কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। এদিকে উখিয়ার ফরওয়ার্ডের খেলোয়াড়রা কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে। জয় নিয়ে উখিয়া উপজেলা পৌঁছে গেছে কাঙ্খিত সেমিতে। আগামী ৩০ অক্টোবর হট ফেভারিট কক্সবাজার সদর উপজেলার মুখোমুখি হবে কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থা। এদিকে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন- উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈন উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জসিম উদ্দিন, বাফুফে সদস্য ও ডিএসএ সহ-সভাপতি বিজন বড়–য়া, সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ ও মাহমুদুল করিম মাদু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ইকবাল মোঃ শামশুল হুদা টাইডেল, টূর্নামেণ্ট কমিটির সম্পাদক এ.কে.এম. রাশেদ হোছাইন নান্নু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য যথাক্রমে প্রভাষক জসিম উদ্দিন, রতন দাশ, শাহিনুল হক মার্শাল, আলী রেজা তসলীম, হেলাল উদ্দিন কবির, খালেদ মোঃ আজম বিপ্লব, আজমল হুদা, জি.এম. জাহিদ ইফতেখার, সুবীর বড়–য়া বুলু, এ.এম.এম. শাহাজাহান, প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদ সদস্যবৃন্দ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাঃ সম্পাদক ও কর্মকর্তাবৃন্দ। খেলা পরিচালনা করেন- জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন, মোঃ আলী, আলী হোসেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM