বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন

জনগণ ভোটের অধিকার ফিরে পেতে চায়- লুৎফুর রহমান কাজল

জনগণ ভোটের অধিকার ফিরে পেতে চায়- লুৎফুর রহমান কাজল

অনলাইন বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লূৎফুর রহমান কাজল বলেন- স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য যুবদলের যেমন রয়েছে ঐতিহ্য তেমনি রয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের রক্তাক্ত ইতিহাস। একই ভাবে বর্তমান ফ্যাসিষ্ট সরকারের হাত থেকে এদেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে যুবদলের প্রত্যেক নেতাকর্মীকে আরও ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি গতকাল জাতীয়তাবাদী যুবদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন জনগণ ভোটের অধিকার ফিরে পেতে চায় সরকারের উচিত যাতে দ্রুত সময়ে নির্বাচন দেওয়া, বিএনপি নেতাকর্মীদের হতাশ হতে বারণ করে বলেন, বাকশাল কায়েম করে আওয়ামীলীগ যে পাপ করেছিল তার মুল্য দিতে হয়েছিল ২১ বছর ক্ষমতার বাহিরে থেকে এবারেও তারা বাকশালের মত শাসন কায়েম করেছে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না বলেন দেশের মানুষ আজ কোথাও নিরাপদ নয়। মায়ের পেটের শিশু যেমন নিরাপদ নয় তেমনি ঘরের ভিতরে মা-বাবাকেও আজ খুন হতে হচ্ছে। আর ঘরের বাইরে গেলে হতে হচ্ছে খুন, গুম, অপহরণ। এ সরকার জনগণের জান-মালের নিরাপত্তা দিতে চরম ভাবে ব্যর্থ। তারা জনগণের দিকে বন্দুক টেকিয়ে জোর করে ক্ষমতায় থাকতে যায়। কিন্তু ক্ষমতায় তারা থাকতে পারবে না, ইতিহাস তাই বলে, আমি আওয়ামীলীগ কে ইতিহাস থেকে শিক্ষা নিতে আহবান জানাব। জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন-জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সভাপতি প্যানেল মেয়র রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহবায়ক আবদুল মাবুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, জেলা মৎস্যজীবি দলের সভাপতি হামিদ উদ্দিন ইউসুফ গুন্নু, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম. মোক্তার আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. মোঃ ইউনুছ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, যুগ্ম সম্পাদক ছানা উল্লাহ আবু, শহর যুবদলের সভাপতি মসউদুর রহমান মাসুদ, সদর উপজেলা যুবদলের সভাপতি ফরিদুল আলম, শহর যুবদলের সাধারণ সম্পাদক আজিজুল হক সোহেল, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ হাবিব, সাংগঠনিক সম্পাদক মাছন আলী,  প্রমুখ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলীয় কার্যালয়ে আলোক সজ্জা করণ করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM