বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥
শহরের ২নং ওয়ার্ড পশ্চিম নতুন বাহার ছড়া এলাকায় এক ব্যবসায়ীর বসত-বাড়ীতে সন্ত্রাসী হামলা‘র ঘটনা ঘটেছে। এতে অন্তসত্বা জোবাইদা বেগম (২৫) ও তার মা তাহেরা বেগম (৫০) নামে দু’জন গুরুতর আহত হয়েছে। সূত্রে জানা যায়, গতকাল ২৭ অক্টোবর সকাল ১১ টার দিকে একই এলাকার ইসমাইল এর পুত্র জাফর (৩২) এর নেতৃত্বে শফি আলম, শামশুল আলম, খুরশেদ আলম,মোরশেদ আলম সহ আরো অজ্ঞাত ৩/৪ জনের একটি স্বশত্র সন্ত্রাসী গ্রুপ মোঃ সেলিম নামের এক ব্যবসায়ীর বাড়ীতে স্বশত্র হামলা চালায়। জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে মোঃ সেলিম নামের ওই ব্যবসায়ীর বাড়ীতে জাফরের নেতৃত্বে হামলা চালায় স্বশত্র গ্রুপ। এসময় সেলিমকে বাসায় না পেয়ে ঘরের আসবাবপত্র সহ বিভিন্ন প্রযোজনীয় জিনিসপত্রে ব্যাপক ভাংচুর চালায়। এতে সেলিমের স্ত্রী জোবাইদা বেগম ও শ্বশুরী তাহেরা বেগম বাঁধা দিলে অকথ্য ভাষায় গালি-গালাজ করে তাদেরকে বেদক মারধর শুরু করে হামলাকারীরা। এক পর্যায়ে জোবাইদা ও তার মায়ের শোর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় জোবাইদা ও তার মা’কে আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এব্যাপারে মোঃ সেলিম জানায়, আমার অনুপস্থিতিতে জাফর স্বশত্র দল বল নিয়ে আমার বাড়ীতে হামলা করে ভাংচুর চালায় এবং আমার স্ত্রী ও শ্বশুরীকে মারধর করে আহত করে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন