সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

পালমিরায় আইএসের ওপর বিমান হামলা, নিহত ২৬

পালমিরায় আইএসের ওপর বিমান হামলা, নিহত ২৬

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স:

OVER THE GULF OF MEXICO -- First Lt. Charles Schuck fires an AIM-7 Sparrow medium range air-to-air missile from an F-15 Eagle here while supporting a Combat Archer air-to-air weapons system evaluation program mission.  He and other Airmen of the 71st Fighter Squadron deployed from Langley Air Force Base, Va., to Tyndall AFB, Fla., to support the program.  (U.S. Air Force photo by Master Sgt. Michael Ammons)

সিরিয়ার পালমিরায় ইসলামিক স্টেটের (আইএস) ওপর বিমান হামলা চালিয়েছে দেশটির বিমানবাহিনী। এতে ১২ জন আইএস যোদ্ধাসহ কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। শুক্রবার ২৫ বারের মতো এই বিমান হামলা চালানো হয়।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান বলেছেন, শুক্রবার সিরিয়ার সরকারি বাহিনী পালমিরায় ২৫ বার বিমান হামলা চালিয়েছে। এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা এটি। এতে ২৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১২ আইএস যোদ্ধা রয়েছে।

গত মে মাসে শহরটি দখল করে নেয় আইএস। এরপর শহরের অনেকগুলো ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করে দেয় আইএস।

-বিবিসি


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM