নিজস্ব প্রতিবেদক,টেকনাফ
টেকনাফে এক স্বাস্থ্য সহকারী অসুস্থতার অজুহাত দেখিয়ে ছুটি কাটাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, কর্মস্থলে না গিয়ে বাড়ীতে বসে সরকারী বেতন ভাতা উঠাচ্ছে টেকনাফের স্বাস্থ্য সহকারী হাফেজ আহমদ। সে টেকনাফ সদর ইউনিয়নের বাসিন্দা। তিনি অসুস্থতা দেখিয়ে ছুটিনিয়ে এলাকায় গানের আসরে ব্যস্ত থাকেন এবং ঘরে বসে নিচ্ছেন সরকারী বেতন !
খোঁজ নিয়ে জানা গেছে, টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী পদে হাফেজ আহমদ যোগদান করার পর থেকে দায়িত্ব পালনে যে সব অভিযোগ উঠেছে, দায়িত্ব পালনে অবহেলা, কর্মস্থলে না গিয়ে বেতনভাতা উঠানো, সেনেটারী ইন্সপেক্টর (সি,আই) প্রশিক্ষণ ফাঁকি, অনৈতিক কাজ, গ্রাম্য রাজনীতির সাথে জড়িতসহ যে সব অভিযোগ উঠেছে, তাহা সর্বত্র আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। সূত্রে আরো জানা যায়, স্বাস্থ্য সহকারী হাফেজ আহমদ সেনেটারী ইন্সপেক্টর (সি,আই) পদে রাজশাহী ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথানিয়মে ছুটি নেয়। প্রশিক্ষনে যোগদান করার পর থেকে তিনি গত ৩ বছর যাবৎ এলাকায় অবস্থান নেয় এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আতাঁত করে তিনি কর্মস্থলে এবং প্রশিক্ষনে না গিয়ে বাড়ীতে বসে বসে জনগণের ট্যাকেসর পদেয় টাকা সরকারী বেতন ভাতা তুলে নিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, সে রাজশাহী ট্রেনিং সেন্টারে প্রশিক্ষনে রয়েছেন। বেতনভাতা উঠাচ্ছেন বলে ও জানান। স্বাস্থ্য সহকারী হাফেজ আহমদ জানায়, শারিরিক অসুস্থার কারণে আমি ৬ মাস যাবৎ মেডিকেল ছুটিতে আছি। অবশিষ্ট অভিযোগগুলো সত্য নয় এবং ষড়যন্ত্রমূলক বলে তিনি দাবী করেন।
মন্তব্য করুন