বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন

বাংলাদেশ-তুরস্ক বিমান যোগাযোগে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

বাংলাদেশ-তুরস্ক বিমান যোগাযোগে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত ডেক্স

বাংলাদেশের সঙ্গে তুরস্কের সরাসরি বিমান যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত দাওরিম ওজতুর্ক সৌজন্য সাক্ষাতে এলে এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী ভ্রাতৃপ্রতীম দুই দেশের মধ্যেকার আন্তরিক ও গভীর সুসর্ম্পকের কথা তুলে ধরেন। প্রযুক্তি ও কারিগরি শিক্ষা এবং কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকে টার্কিশ ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (টিআইকেএ) সহযোগিতা ও প্রতিরক্ষা খাতে বাংলাদেশের সঙ্গে তুর্কি সুসর্ম্পকের কথাও উল্লেখ করে শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর জানালে তুর্কি রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাস নির্মূলে বৈশ্বিক সংহতি ও সহযোগিতা প্রয়োজন।

দায়িত্ব পালনকালে বাংলাদেশের সঙ্গে তুরস্কের সর্ম্পক আরও জোরদারে কাজ করবেন উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, স্বাস্থ্য-শিক্ষা খাতসহ বিভিন্ন খাতে দুই দেশের এক সঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে।
দাওরিম ওজতুর্ক ভিশন-২০২১’র প্রশংসা করে দুই দেশের মধ্যে ‍উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনের ওপরও জোর দেন এ সময়। সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM