বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

ইসলামাবাদে অনৈতিক কাজে লিপ্ত জুটি আটক

ইসলামাবাদে অনৈতিক কাজে লিপ্ত জুটি আটক

অনলাইন বিজ্ঞাপন

ঈদগাঁও প্রতিনিধি॥
কক্সবাজার সদরের ইসলামাদে অনৈতিক কাজে লিপ্ত এক জুটিকে হাতেনাতে আটক করেছে জনগন। রবিবার দুপুর ২টায় ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী উত্তর সাতজোলা কাটা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে প্রকাশ, স্থানীয় কুরুচ্যার দোকান নামক স্থানে বাইর থেকে তালাবদ্ধ একটি দোকান ঘরের ভেতর মানুষের নড়াচড়ার শব্দ ও কথাবার্তা শুনে পথচারীরা ভিতরে উকি দেয়। এ সময় এক মহিলার সাথে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় অপর এক যুবককে  দেখা যায়। ব্যাপারটি জানাজানি হলে গ্রামবাসী সমবেত হয়ে দোকান খুলতে বললে তারা দোকানের পেছনের দরজা খুলে পালানোর চেষ্টা করলে জনগন ধাওয়া করে    অবৈধকাজে লিপ্ত যুবক ও মহিলাকে আটক করে। পরে উত্তেজিত জনতা লম্পট যুবক মোস্তফা (৩৩) কে গনধোলাই দিয়ে ছেড়ে দেয় ও মহিলা শামীমা ইয়াছমিন (৩০) কে অবিভাবকদের জিম্মায় হস্তান্তর করে। লম্পট মোস্তফা পোকখালী ইউনিয়নের ছমিউদ্দিন পাড়ার নজির মৌলভীর ছেলে। সে বোয়াল খালীর স্থানীয় একটি দাখিল মাদ্রাসায় দপ্তরী পদে চাকরী করে বলে জানা গেছে। অভিযুক্ত মহিলা শামীমা ইয়াছমিন স্থানীয় মমতাজ আহমদের মেয়ে। এলাকা বাসী জানান, কয়েক বছর আগে উক্ত শামীমা ইয়াছমিনের বিয়ে হলেও খারাপ চরিত্রের কারণে বিয়ের এক মাসের মধ্যেই তালাকপ্রাপ্তা হয় সে। ঘটনায় অভিযুক্ত মোস্তফা বলেন, তিনি একটি মহলের ষড়যন্ত্রের শিকার। স্থানীয় ইউপি সদস্য উমর আলী জানান, এ ব্যাপারে খোজ খবর নেয়া হচ্ছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM