বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
এম.ছগির আহমদ আজগরী পেকুয়া ॥
কক্সবাজারের পেকুয়ায় এক যুবককে ধারালো অস্ত্রে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। ২৪অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার টইটং ইউনিয়নের দূর্গম পাহাড়ি গ্রাম বটতলী খুইন্নেভিটা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত যুবকের নাম মোঃ ইউনুচ(২৬)। তিনি মৃত আব্দুল খালেক’র পুত্র।
স্থানীয়রা ঘঠনায় জড়িত থাকার সন্দেহে ১ জনকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশে সৌপর্দ্দ করেছে।
জানা যায়, নিহত যুবক বটতলী জোঁকখোলা নামক এলাকায় বসতি গড়ে বসবাস করে আসছিলেন। সম্প্রতি তার কাছে ওই এলাকার কিছু দূর্বৃত্ত মোটাংকের চাঁদা দাবী করে আসছিল। এমনকি চাঁদা না দিলে হত্যার হুমকি দেয় বলেও জানা যায়।
ওইদিন সন্ধ্যা ৭টার দিকে নিহত যুবক ইউনুচ বাড়ি ফিরার পথে পূর্ব থেকে উৎপেতে থাকা চাঁদাবাজ চক্রের স্বশস্ত্র দূর্বৃত্তরা পথরোধ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
খবর পেয়ে স্থানীয়রা সংঘবদ্ধ ঘঠনাস্থলে জড়ো হয়। এসময় বিক্ষুদ্ধ জনতার মারমূখী অবস্থান আঁচ করতে পেরে খুনী চাঁদাবাজ চক্রের লোকজন দ্রুত ঘঠনাস্থল থেকে পালিয়ে গেলে স্থানীয়রা আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য পেকুয়া সদর সরকারী হাসপাতালে ভর্তি করেন। আহত যুবক ইউনুচের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করে। সেখানে তার করুন মুত্যু হয়।
সংবাদ পেয়ে পেকুয়া থানার ওসি(তদন্ত) মোঃ শহিদ উল্লাহ ও এস.আই নাজিরের নেতৃত্বে একদল পুলিশ ঘঠনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহে নেন। পরে, টইটং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে স্থানীয়রা জমির উদ্দিন নামের ঘাতক চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে সৌপর্দ্দ করে।
পেকুয়া থানার ওসি মোঃ আবদুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় জড়িত মূল ঘাতক বর্তমানে পুলিশের হেফাজতে আটক রয়েছেন। মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন