সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন

আদালত পাড়ায় গণপূর্ত বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

আদালত পাড়ায় গণপূর্ত বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

অনলাইন বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক॥

কক্সবাজারে আদালত পাড়ায় গণপূর্ত বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে আইনজীবি সহকারী সমিতির নেতৃবৃদ্ধ। গণপূর্ত বিভাগের অসাদু কর্মকর্তাদের ম্যানেজ করে এসব স্থাপনা নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। যার ফলে সরকারের কোটি টাকার সম্পত্তি বেহাত হতে পারে বলে আশংকা করা হচ্ছে। এ অবস্থায় সচেতন মহলে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

তবে আইনজীবি সহকারী সমিতির নেতৃবৃন্ধের দাবি তারা স্থাপনা নির্মাণের জন্য গণপূর্ত বিভাগে লিখিত আবেদন করেছে।

তবে স্থাপনা নির্মাণের কোন অনুমতি প্রদান করা হয়নি বলে জানিয়েছেন উপ-বিভাগীয় প্রকৌশলী।

জানা যায়, দীর্ঘদিন ধরে আদালত পাড়ায় গণপূর্ত বিভাগের জমি দখল করে স্থাপনা নির্মাণের অপচেষ্টা চালিয়ে আসছিল আইনজীবি সহকারী সমিতির নেতৃবৃদ্ধরা। সম্প্রতি গণপূর্ত বিভাগের অগোচরে পুরাতন রেজিষ্ট্রি অফিসের পাশে অবৈধ স্থাপনা নির্মাণ করে চলছে তারা। ইতিমধ্যে স্থাপনার সিংহভাগ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। গণপূর্ত বিভাগের অসাদু কর্মকর্তাদের যোগসাজসে এসব স্থাপনা নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। আদালত পাড়ায় এসব অবৈধ স্থাপনা নির্মাণে ক্ষোভ দেখা দিয়েছে সচেতন মহলে।

আইনজীবি সহকারীদের অনেকে জানিয়েছেন, দু’ একদিনের মধ্যে জেলা আওয়ামীলীগের সভাপতি এড:একেএম আহম্মদ হোসেন স্থাপনার উদ্ভোধন করবেন। এ অবস্থায় সরকারের কোটি টাকার সম্পত্তি অবৈধ দখলে চলে যাবে বলে মনে করেন তারা। তাদরে দাবি দিন দুপুরে এসব স্থাপনা নির্মাণ করলেও কোন প্রকার বাধা প্রদান করেনি কতৃপক্ষ। এ ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

দায়িত্বশীল সূত্রে জানা যায়, সহকারীদের চেম্বারের নামে এসব স্থাপনা নির্মাণ করা হলেও কয়েকজন সুবিধাভোগী এসব স্থাপনা ভোগ করবে। আর এসব স্থাপনার পেচনে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জড়িত। তাদের মোটা অংকের ঘুষ দিয়ে স্থাপনা নির্মাণ করছে বলে দাবি করছেন এসূত্র।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আইনজীবি সহকারী জানিয়েছেন, আওয়ামীলীগের ক্ষমতা ব্যবহার করে এসব জায়গা দখল করার চেষ্টা চালাচ্ছে তারা।
আইনজীবি সহকারী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানিয়েছেন, গণপূর্ত বিভাগের জমি লিজ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন দেয়া হয়েছে। আশাকরি আমরা দ্রুত সময় উক্ত জমি লিজ পাব। তিনি বলেন, যেখানে স্থাপনা নির্মাণ করা হচ্ছে সেটি আগে পতিতাদের দখলে ছিল। এখন আইনজীবি সহকারীদের বসার জায়গা হয়েছে।

জানতে চাওয়া হলে গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলি আবিদ মাইন উদ্দিন জানিয়েছেন, আইনজীবি সহকারী সমিতির পক্ষ থেকে একটি আবেদন পেয়েছেন। তবে কাউকে কাজ করার অনুমতি প্রদান করা হয়নি দাবি করে তিনি বলেন, বিষয়টি জেলা উন্নয়ন কতৃপক্ষের আলোচনা সভায় উপস্থাপন করা হবে। পাশাপাশি গণপূর্ত বিভাগের জমি জরিপ করে অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM