মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥

মসৃণভাবে ভারত ও বাংলাদেশ উভয় পাশে চলমান সীমান্ত চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্ধারিত সময়ে মধ্যে সীমান্ত চুক্তি বাস্তবায়নের বাকি সব ধাপগুলোও বাস্তবায়ন হবে বলেও দৃঢ় আশা প্রকাশ করেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এ আশা প্রকাশ করেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে জানিয়েছেন।

সদ্য বিলুপ্ত ছিটমহল গুলোতে সরকারের পক্ষ থেকে ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করার পাশাপাশি তাদের উন্নত নাগরিক সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এসব কাজ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মনিটর করার কথাও উল্লেখ করেন তিনি।

পাওয়ার সেক্টেরে ভারতের সহযোগিতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী এবং এ সেক্টরের উপ আঞ্চলিক সহযোগীতার দিকে যাওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

পায়রা গভীর সমুদ্র এবং অন্য গভীর সমুদ্র বন্দর নির্মাণে ভারতের আগ্রহের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ইন্ডিয়ার আগ্রহকে গুরুত্ব সহকারে দেখছে।

দুই দেশের মধ্যেকার দ্বি-পাক্ষিক সর্ম্পক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন পঙ্কজ শরণ।

কুড়িগ্রামের ফুলবাড়িতে একটি ইমিগ্রেশন সেন্টার উদ্বোধনের অপেক্ষায় রয়েছে বলেও জানান হাই কমিশনার। পাশাপাশি ভারতের পেট্রাপোলে একটি ইনট্রিগেটেড ইমিগ্রেশন চেক পোস্ট স্থাপন করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM