বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

স্মিথ বাহিনীর শিরোপা জয়

স্মিথ বাহিনীর শিরোপা জয়

অনলাইন বিজ্ঞাপন

স্পোর্টস ডেস্ক

সাউথ অস্ট্রেলিয়াকে নয় উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ম্যাটাডোর কাপের শিরোপা জিতল নিউ সাউথ ওয়েলস। দলের এ জয়ে বোলারদের পর ব্যাটসম্যানরা অসাধারণ ভূমিকা রাখেন। ২২২ রানের স্বল্প টার্গেটে ২০.১ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় স্টিভেন স্মিথ বাহিনী।

নর্থ সিডনির ওভাল স্টেডিয়ামে ছোট টার্গেটে খেলতে নেমে দুরন্ত সূচনা করেন নিউ সাউথ ওয়েলস। ৬.৪ ওভারে ৫৮ রান আসে ওপেনিং জুটিতে। তবে নিক ম্যাডিনসন ৪৪ রান করে আউট হয়ে যান। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে ১৬৫ রানে পার্টনারশিপ গড়ে দলকে জয়ের বন্দরে (২২৩ রান) নিয়ে যান এড কাওনা ও স্মিথ।

কাওনা ৭৮ বলে ১০ চার ও দুই ছয়ে ৮৮ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে ৭২ বলে সাত চার ও ছয় ছক্কায় ৮৪ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্মিথ।

এর ‍আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে স্টার্ক, হ্যাজেলউড ও অ্যাবোটের দুর্দান্ত বোলিংয়ে নিয়িমিত বিরতিতে উইকেট হারাতে থাকে সাউথ অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ১০৫ রান করেন টম কুপার। তিনি ১১৯ বলে নয় চার ও দুই ছয়ে তার ইনিংসটি খেলার পর শেন অ্যাবোটের বলে আউট হন।

দলের হয়ে কালাম ফার্গুসন করেন দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রান। তবে ‍অ্যালেক্স রস ১৮ রান করলেও অন্যকোন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন নি। স্টার্ক ও হ্যাজেলউড তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট লাভ করেন অ্যাবোট।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM