বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
টেকনাফে ৭০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। আজ ভোরে টেকনাফ বড়ইতলি এলাকার নাফ নদী’র একটি নৌকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জানা যায়, মায়নমার থেকে বাংলাদেশে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে বড়ইতলি প্যারাবন এলাকায় ওঁৎপেতে থাবে বিজিবির একটি টহল দল।
রাত আনুমানিক সাড়ে ৪ টার দিকে একটি নৌকায় আরোহিত ৩ জন লোক পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাসি চালিয়ে ২ কোটি ১০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া এসব ইয়াবা ধ্বংস করা হবে বলে জানিয়েছেন ৪২ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো: আবুল হাশেম।
মন্তব্য করুন