আন্তর্জাতিক ডেক্স॥
নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বোঝাপড়া, সম্পর্ককে গভীর মূল্য দেন বারাক ওবামা। বিশেষত, অর্থনৈতিক সুযোগের ক্ষেত্র সম্প্রসারণে দুজনের মধ্যে দৃঢ় বোঝাপড়া আছে। এই মন্তব্য করলেন হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সচিব এরিক শ্যুলজ। প্রতিদিনের মতোই গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আপনাদের এটা আমি বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর সম্পর্ককে বিরাট গুরুত্ব দেন প্রেসিডেন্ট। ভারত ও আমেরিকা খুবই গভীর বোঝাপড়া রেখে চলেছে।
এক প্রশ্নের উত্তরে শ্যুলজ বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে সুযোগ-সম্ভাবনার ক্ষেত্র বাড়ানোর ব্যাপারে দুজনের মধ্যে গভীর সমঝোতা আছে। এ ব্যাপারে প্রেসিডেন্ট জোর গুরুত্ব দিয়ে কাজ করেছেন। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে জোর দিতে, সহযোগিতার ক্ষেত্র প্রসারের সুযোগ-সম্ভাবনা খুঁজে দেখতে হোয়াইট হাউসে তাঁর টিমকে ও প্রশাসনের সর্ব স্তরে নির্দেশ দিয়েছেন তিনি। সূত্র: abpananda.abplive
মন্তব্য করুন