বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:৫৭ পূর্বাহ্ন
আলোকিত কক্সবাজার ডেক্স:
কক্সবাজারের টেকনাফে বিজিবি’র অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর পৌনে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লেদা রাস্তার পূর্বপার্শ্বে লবনের মাঠ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৯০ লক্ষ টাকা বলে জানা যায়। মায়ানমার হতে ইয়াবার একটি চালান লেদা লবণ মাঠ বরাবর বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি’র এশটি টহল দল উক্ত স্থানে অভিযান চালানো হয়। মাদক ব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ইয়াবা ফেলে চলে যায়। পরে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
মন্তব্য করুন