বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন

ঐশ্বরিয়া এখন সালমানের কাছে ‘ম্যাম বচ্চন’

ঐশ্বরিয়া এখন সালমানের কাছে ‘ম্যাম বচ্চন’

অনলাইন বিজ্ঞাপন

বিনোদন ডেক্স॥

প্রেম ভেঙে গিয়েছে অনেক দিন। একজন এখন ঘোরতর সংসারী। অন্য জন এখনও বিয়ে করেননি। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এই জুটি সালমান খান এবং ঐশ্বর্যা রাই বচ্চন। বলিউডে এক সময়ের হিট জুটিকে নিয়ে এখনও জল্পনা কম নয়। জানেন কি ঐশ্বরিয়াকে এখন কী বলে ডাকেন সল্লু মিঞা? এক সময়ের আদরের প্রেমিকা এখন সালমনের কাছে ‘ঐশ্বরিয়া ম্যাম বচ্চন’!
তা কী ভাবে জানা গেল এই নাম? পরিচালক সূরজ বারজাতিয়ার আসন্ন ছবি ‘প্রেম রতন ধন পায়ো’র প্রচারে সম্প্রতি গুজরাত এবং অহমেদাবাদে গিয়েছিলেন সালমান খান-সোনম কাপুর জুটি। রাজকোটের গন্ডাল প্যালেসে এই ছবির শুটিং করেছেন তাঁরা। সেখানে সালমনের কাছে জানতে চাওয়া হয়, ‘হম দিল দে চুকে সনম’-এর শুটিংয়েও ওই প্রাসাদে গিয়েছিলেন তিনি। সে সময়ে ঐশ্বরিয়ার সঙ্গে কাটানো কোনও স্মৃতি কি শেয়ার করবেন? সালমন হেসে উত্তর দেন, ঐশ্বর্যা ম্যাম বচ্চনের সঙ্গে অজয় দেবগণ সাব শুটিং করেছিলেন। আমি তো সেখানে ছিলাম না।
তাঁর কথা শুনে উপস্থিত সকলেই হেসে ফেলেন। তবে ঐশ্বর্যা-সালমানের সম্পর্ক নিয়ে জল্পনা এত দিন পরেও বলিউডি গসিপের তালিকায় প্রথম দিকেই রয়েছে।

 


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM