বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন

পেকুয়ায় টাকা ফেরত দাবিতে উপকার ভোগিদের বিক্ষোভ

পেকুয়ায় টাকা ফেরত দাবিতে উপকার ভোগিদের বিক্ষোভ

অনলাইন বিজ্ঞাপন

এস.এম.ছগির আহমদ আজগরী;পেকুয়া
পেকুয়ায় রেড ক্রিসেন্ট সোসাইটির অনুদানের টাকা নিয়ে হাতিয়ে নিয়েছে একটি দালাল চক্র। ব্যাংক থেকে টাকা উত্তোলনে সহায়তার কথা বলে প্রত্যেক উপকার ভোগির কাছ থেকে দু’হাজার টাকা করে প্রায় ৩২জনের কাছ থেকে ৬৪হাজার টাকা কৌশলে হাতিয়ে নিয়েছে ওই চক্র। এদিকে সংস্থার অনুদানের টাকা হাতিয়ে নেয়ায় ওই দালাল চক্রের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন উজানটিয়া ইউনিয়নের হতদরিদ্ররা। তারা লুপাটের সমুদয় টাকা ফেরত দাবিতে ও জড়িতদের শাস্তির ব্যবস্থার জন্য বিক্ষোভ করেছেন। গতকাল অর্ধ শতাধিক উপকার ভোগিরা জড়ো হয়ে বিকেলে ওই ইউনিয়নের পুর্ব উজানটিয়া গুদার পাড়া ষ্টেশনে বিক্ষোভ প্রদর্শন করেছেন। সুত্রে জানা গেছে গত ১৮ অক্টোবর উপজেলার উজানটিয়া ইউনিয়নের দু’শত উপকার ভোগির মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটি অনুদানের টাকা বিলি করেন। প্রত্যেক উপকার ভোগির অনুকুলে ঘুর্নিঝড় কোমেনের প্রকল্প এর আওতায় ছয় হাজার টাকা প্রদান করেন। উপকার ভোগি আজিজুর রহমান, জামাল সোলতানা, আবুল হোসেন, আবু বকর, মনিরা বেগম, মোজাম্মেল, আবুল কালাম, মো.হোসেন, আশরাফ, তাজুল ইসলাম, খাইরুন্নেছা, শাখাওয়াত, আবু ছিদ্দিক, জাকের হোসেন, নজির হোসেন, নুরুল হুদা ও নুর মুহাম্মদ জানিয়েছেন ওই টাকা জনতা ব্যাংক পেকুয়া শাখা থেকে উত্তোলনের সময় ৩২জন উপকার ভোগিদের চেক আটকিয়ে রাখেন তোফাজ্জল করিম, শাহজামাল মেম্বার ও ওসমান গনিসহ একটি চক্র। তারা নানা অযুহাত দেখিয়ে উপকার ভোগিদের চেক আকটিয়ে আমাদের কাছ থেকে শর্ত দিয়ে জনপ্রতি দু’হাজার টাকা হাতিয়ে নেয়। আর এতে তাদেরকে সহযোগিতা করছেন রেড ক্রিসেন্ট সোসইটির তাজুল ইসলাম ও তরুন বাবু নামে দু’কর্মকর্তা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM