বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

কাজ সময় নিয়ে না করলে মান কমে যাওয়াটাই স্বাভাবিক’

কাজ সময় নিয়ে না করলে মান কমে যাওয়াটাই স্বাভাবিক’

অনলাইন বিজ্ঞাপন

বিনোদন ডেক্স:

1442611511ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান। খুব বেশি নাটকে তাকে দেখা না গেলেও নিয়মিতই অভিনয় করছেন তিনি। আর কিছুদিন পরেই ঈদ। তাই এখনকার সময়টা ঈদের কাজ নিয়েই পুরোদমে ব্যস্ততা চলছে। শেষ সময়ে সবকিছু গোছাতেও ব্যস্ত। এবার ঈদের বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। শচীন ভৌমিকের লেখা ও রাহুল দেব বর্মণের গাওয়া ‘মনে পড়ে রুবি রায়’ গানটি অবলম্বনে ‘রুবি রায়’ শিরোনামের নাটকে অভিনয় করেছেন তিনি।

এছাড়াও অভিনয় করেছেন ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’ ও ‘রেইনবো’সহ বেশ কয়েকটি নাটকে। এরইমধ্যে সবগুলো নাটকেরই শুটিং শেষ করেছেন রিচি সোলায়মান। এখনকার ঈদের নাটক ও মান প্রসঙ্গে রিচি বলেন, ‘এখন মনে হয় কাজের আগের প্রস্তুতিটা কমে যাচ্ছে। সেটে এসে স্ক্রিপ্ট পড়ে অভিনয় করতে হচ্ছে। একই ধাঁচের গল্প ঘুরে ঘুরে চলছে। কোনো কাজ সময় নিয়ে না করলে মান কমে যাওয়াটা স্বাভাবিক। এই জায়গাগুলোতে খানিকটা ঠিক হতে হবে। তবে ভালো কাজ হচ্ছে, কিন্তু এত নাটকের ভিড়ে তার পরিমাণ খুব অল্প।’


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM