সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন

এসব হামলা ব্যর্থদের নতুন ফর্মুলা: খাদ্যমন্ত্রী

এসব হামলা ব্যর্থদের নতুন ফর্মুলা: খাদ্যমন্ত্রী

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স

রাজনীতিতে ব্যর্থ হয়ে নতুন ফর্মুলায় জামায়াত-শিবির, বিএনপি বিভিন্ন স্থানে মানুষের উপর হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, এ সব হামলা ব্যর্থদের নতুন ফর্মুলা। পুরনো ঢাকার হোসেনী দালান পরিদর্শনে গিয়ে শনিবার দুপুরে মন্ত্রী সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। তিনি বলেন, যারা রাজনীতিতে ব্যর্থ হয়ে, গাড়িতে আগুন দেওয়াসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যর্থ হয়েছে, তারাই বিদেশীদের উপর হামলা করছে, পুলিশের উপর হামলা করছে। তারাই নব উদ্যমে নতুন ফর্মুলায় এগুলো শুরু করেছে। তারা দুর্গাপূজায়ও হামলার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। শেষ মুহূর্তে এসে গ্রুপটি হোসেনী দালানে হামলা করেছে।

এ গ্রুপটি কারা জানতে চাইলে মন্ত্রী বলেন, আমি স্পষ্টভাবে বলছি, তারা জামায়ত-শিবির, বিএনপির। গ্রুপটি জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে। শুক্রবার গভীর রাতে পুরনো ঢাকার হোসেনী দালান ইমামবাড়ায় আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে হোসেনী দালান ইমামবাড়ার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, ওই ঘটনায় কয়েকজন মারা গেছেন।

হোসেনী দালানে হামলা ঠেকাতে পুলিশ ব্যর্থতা কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, পুলিশ সতর্ক ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দুর্বলতা ছিল না। পুলিশ তৎপর না থাকলে হয়তো আরও অনেক কিছু হত। আমি বিশ্বাস করি, হামলাকারীদের ধরা সম্ভব হবে। এ ঘটনায় শিয়া-সুন্নীদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটবে কি না- দ্য নিউ ইয়র্ক টাইমসের এক সংবাদিকের প্রশ্নের জাবাবে কামরুল ইসলাম বলেন, কে শিয়া, কে সুন্নী এটা আমরা মনেই রাখি না। শিয়া-সুন্নী সম্পর্ক আমাদের এখানে চমৎকার এবং তা আগামীতেও থাকবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM