শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

টেকনাফে শান্তিপূর্ণ সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন

টেকনাফে শান্তিপূর্ণ সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন

অনলাইন বিজ্ঞাপন

নুরুল হোসাইন টেকনাফ

টেকনাফ উপজেলার ৫টি পুজা মন্ডপে বিসর্জনের জন্য টেকনাফ সমুদ্র সৈকতে নিয়ে আসা হয় দুর্গার প্রতিমা। গতকাল বিকাল চার টায় দিকে টেকনাফ সমুদ্র সৈকতে উত্তাল সাগরে গতকাল শুক্রবার বিকালে দুর্গাপ্রতিমাকে বিসর্জন দিল হাজার হাজার ভক্ত। উপজেলা থেকে আসা বিপুলসংখ্যক লোকজন সমুদ্র চরে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করেন।

সেন্টমাটিন দ্বীপ থেকে আসা মনির উল্লাহ (৩০) বলেন, সারাদেশে ন্যায্য হিন্দুদের প্রতিমা বিসর্জন দেখার সুযোগ হয়েছে, হিন্দুদের বিসর্জন অনুষ্ঠানে বিপুলসংখ্যক মুসলমানের উপস্থিতি আমাকে অবাক করেছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, প্রতিমা বিসর্জনসহ সৈকতে হাজার হাজার মানুষের নিরাপত্তায় পুলিশ সদস্যদেরকে সক্রিয় রাখা হয়েছে। যে কারণে কোনো বিশৃঙ্খলা দেখা দেয়নি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM