মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
টেকনাফ দমদমিয়া চেকপোষ্টে কক্সবাজারগামী একটি স্পেশাল সার্ভিস হতে ১১ হাজর ৪শত ৫২ পিচ ইয়াবা সহ ১ জনকে আটক করেছে বিজিবি। ২৩ অক্টোবর দুপুরে হাবি: নওশের আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো: ইসমাইল(২২)। তিনি টেকনাফ হোয়াইক্যং খারাংখালী নাসরপাড়া এলাকর দানু মিয়ার পুত্র।
৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন’র উপ-পরিচালক মো: আজাহারুল আলম জানিয়েছেন, কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস (নং কক্সবাজার-জ-১১-০১৮৮) দমদমিয়া চেকপোষ্টে আসলে বিজিবি’র সদস্যরা তল্লাসি চালায়। এসময় ধৃত ব্যক্তির শরিরের বিভিন্ন স্থান থেকে ৩৪ লক্ষ ৩৫ হাজার ৬ শত টাকা মূল্যের এসব ইয়াবা উদ্ধার করা হয়। পরে ধৃত ব্যক্তিকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন