বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি॥
বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান রেজার নেতৃত্বে কক্সবাজার শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন একটি প্রতিনিধি দল।
এ সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন-শ্রী এডভোকেট তাপস রক্ষিত, উদয় শংকর পাল মিঠু।
মানবাধিকার কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এড. রিয়াজ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, শহর মানবাধিকার কমিশনের যুগ্ম সাধারণ সম্পাদক রউফ নেওয়াজ ভুট্টো। অন্যান্যদের মধ্যে ছিলেন-মানবাধিকার কর্মী মিজানুর রহমান, কুতুব উদ্দিন, সাইফুল্লাহ সাদেক, আবদুল মালেক নাঈম, মীর হোসাইন, মিজানুল আলম, সাইফুল ইসলাম, লিটন, শাহেদ, ওমর ফারুক, সাহাদত, নুরুল ইসলাম, ফয়সাল মাহমুদ সাকিব, ড. মোঃ নুরুল আবছার, সেলিম আজাদ প্রমুখ।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকালে বলেন, কক্সবাজার সাম্প্রদায়িক সম্প্রীতির এক তীর্থস্থান। কক্সবাজারে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। “ধর্ম যার যার উৎসব সবার” এ বিশ্বাসে কক্সবাজারের উৎসব মূখর পরিবেশে পূজা চলায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
মন্তব্য করুন