বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
এস.এম.ছগির আহমদ আজগরী পেকুয়া ॥
পেকুয়ায় স্বাস্থ্য বিভাগের টিএইচ উধাওয়ের খবর পাওয়া গেছে। এঘটনায় সেখানকার স্বাস্থ্য সেবায় দেখা দিয়েছে চরম নানা অনিয়ম ও অচলাবস্থা।
খোঁজ নিয়ে জানা যায়, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসাবে দায়িত্বরত ছিলেন, টিএইচ ডাঃ পুর্ণ বর্ধন বড়–য়া। দীর্ঘদিন যাবত তিনি পেকুয়া সরকারী হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের টিএইচ পদে কর্মরত থাকাকালে এ প্রতিষ্টান আর তাকে ঘিরে নানা ঘুষ, অনিয়ম ও দূর্নীতির গুঞ্জন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিষয়টি নিয়ে পত্র পত্রিকায় সংবাদ শিরোনামের ঝড়ও উঠে।
যার জের ধরে গত মাসখানেক আগে টিএইচ ডাঃ পুর্ণ বর্ধন বড়–য়া কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত ভাবে ছুটিতে যান। কিন্তু সেই থেকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ পূর্ণ বর্ধন বড়–য়া উধাও হলেও আজোবধি আর কর্মস্থল ফিরে আসেননি। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, পেকুয়া উপজেলা সরকারী হাসপাতালের টিএইচ ছুটিতে থাকায় পেকুয়ায় বছরের পর বছর ধরে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ মুজিবুর রহমান টিএইচ(ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্বরত হন।
ইদানিং তিনি ১১টা থেকে দুপুর ১-২টা পর্যন্ত মাত্র এই কয়েকঘন্টার বেশি পেকুয়া সরকারী হাসপাতালের চিকিৎসা সেবা ও দেখভালোর দায়িত্ব পালন না করায় এলাকার স্বাস্থ্য বিভাগের চিকিৎসা সেবায় দেখা দিয়েছে নানা হয়রানী, অনিয়ম, ঘুষ ও দূর্নীতি, চরম অব্যবস্থাপনা আর অচলাবস্থার গুঞ্জন দেখা দিয়েছে বলে মন্তব্য এলাকাবাসীর। এবিষয়ে জানতে টিএইচ(ভারপ্রাপ্ত)ডাঃ মুজিবুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সরাসরী প্রত্যাখ্যান ও নাকচ করে টিএইচ ডা. পূর্ণ বর্ধন বড়–য়া উধাওয়ের সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন