রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

পেকুয়ায় সন্ত্রাসীদের গুলিতে লবণ চাষী গুলিবিদ্ধ

পেকুয়ায় সন্ত্রাসীদের গুলিতে লবণ চাষী গুলিবিদ্ধ

অনলাইন বিজ্ঞাপন

এস.এম.ছগির আহমদ আজগরী পেকুয়া

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের সবুজবাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক লবণ চাষী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। গত ২১ অক্টোবর রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই সময়ে মোহাম্মদ বাহাদুল করিম(৩৫) নামে এক ব্যক্তি স্থানীয় সবুজ বাজার থেকে  নিজ বাড়ি বদিউদ্দিনপাড়ায় যাচ্ছিল। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে মনিরুজ্জামান, জাকের, আলম, বাদশার নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহাদুল করিমকে লক্ষ্য করে গুলি করে। সন্ত্রাসীদের গুলিতে বাহাদুল করিম(৩৫)ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহত বাহাদুল করিম ওই এলাকার মৃত নুরুল আলমের পুত্র। তাকে প্রথমে পেকুয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে, অবস্থার অবনতি ঘঠলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করেন। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলে আহতের পারিবারিক সূত্র জানায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM