বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন
মুজিবুর রহমান, চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় সরকারীভাবে বরাদ্দকৃত অনুদানের টাকা বিতরণ করা হয়েছে উপজেলার ৪১টি প্রতিমা মন্ডপ ও ৩৮টি ঘট মন্ডপে। প্রতিবছরের মতো এবারও সরকারী বরাদ্দ স্ব স্ব মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেওয়া হয়। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পূজা উদযাপন পরিষদ কার্যালয়ে আয়োজন করা হয় অনুষ্ঠানের।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবলা দেবনাথের পরিচালনায় সরকারী অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এম আর চৌধুরী, কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কাকারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শওকত ওসমান, বিশিষ্ট ব্যাংকার ও উপদেষ্টা সুদাম কান্তি দাশ, উপজেলা পূজা কমিটির নেতা প্রদীপ কান্তি দাশ, যুগ্ন আহবায়ক উত্তম দাশ, সুনীল বিহারী নাথ, নিখিল বসাক, চকরিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি টিটু বসাক, সাধারণ সম্পাদক নিলোৎপল দাশ, তপন সুশীল, মনোরঞ্জন সুশীল ভোলাবাবুসহ সকল মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রমূখ নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই মূলমন্ত্রে বিশ্বাসী বলেই বর্তমান সরকারের আমলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে প্রতিটি মন্ডপে। আশা করি বিজয়া দশমী পর্যন্ত এই শান্তির বারতা বিরাজ করবে এখানে।’ প্রধান অতিথি গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, ‘এবারের শারদীয় দুর্গোৎসব যাতে অন্যান্য বছরের চাইতে বেশি জাঁকজমকপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এর অংশ হিসেবে পুলিশ, র্যাব, আনসার বাহিনীর পাশাপাশি নতুন করে বিজিবি নামানো হয়েছে। এতেই নির্বিঘেœ শারদীয় দুর্গোৎসব পালন করতে পারছে হিন্দু সম্প্রদায়।
মন্তব্য করুন