বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন
বেশ অনেক দিন ধরেই রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যাওয়ার কথা শোনা যাচ্ছে। যদিও রোনালদো রিয়ালেই থাকতে চান, এখান থেকেই অবসর নিতে চান। তবু সে আশা পূরণ নাও হতে পারে। মাত্র কয়েক দিন আগেই রোনালদো আবার বলেছেন রিয়াল মাদ্রিদে অবসর নেয়ার কথা।
স্প্যানিশ বিশেষজ্ঞ গুইলেম বালাগু কয়েক দিন আগে বলেছেন, এটাই রিয়াল মাদ্রিদে রোনালদোর শেষ মৌসুম। তিনি বলেছিলেন, ক্লাব হয়তো তাকে ধরে রাখার খুব চেষ্টাও করবে না। স্পেনের রিপোর্ট অনুযায়ী ওয়েলসের গ্যারেথ বেলের সাথে রোনালদোর সমস্যাটা ঝামেলা বাধাচ্ছে। বেল হয়তো রোনালদোর ছায়ায় নিজেকে উজার করে খেলবেন না। রোনালদোর চুক্তি ২০১৮ পর্যন্ত।
রোনালদো যদি ক্লাব ছাড়তে চান বা যদি তাকে ক্লাব ছাড়তেই হয় তাহলে ম্যানচেস্টারের সাথে প্যারিস সেন্ত জার্মেইও তাকে নিতে লাইনে দাঁড়াবে। কারণ, এই ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন দলটিও রোনালদোকে নিতে বেশ কয়েকবার আগ্রহ প্রকাশ করেছে। আর রোনালদোকে কেনার জন্য তাদের কাছে অর্থ কোনো সমস্যাই না।
মন্তব্য করুন