শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

অনলাইন বিজ্ঞাপন

বিনোদন ডেক্স॥
রণবীরের জন্য দুঃখী দীপিকা। তবে রিয়েল হয় রিল লাইফে। ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানির পর আবার একসঙ্গে তামাশা দেখাতে আসছেন দীপিকা-রণবীর। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেল এই ছবির গান হির তো বাড্ডি স্যাড হে। যতবার পর্দার সামনে এসেছেন জাদু দেখিয়েছেন। এমনকি দূরত্বও কম করতে পারেনি এই জাদুর মায়া। এই গানেও সেই জাদু টানছে দর্শকদের নজর।

এ আর রহমানের সুরে গানটি গেয়েছেন মিকা সিং। তবে কিছুদিন আগে মুক্তি পেয়েছে এই ছবির গান মটরগস্তী। যেখানে দীপিকা-রণবীর কেমিস্ট্রি নয়, পাগলামিতে মাতোয়ারা হবেন সিনেপ্রেমীরা। বলিঅন্দরের খবর, রণবীর দীপিকার রিয়েল লাইফ কাহিনিই নিয়েই ইমতিয়াজের তামাশা। হিউমার আর চেনা জীবনের ছক থেকে বেরিয়ে যাওয়ার ঘটনা আছে এ কাহিনিতেও৷ এ ছবিতে রণবীর ও দীপিকার নাম যথাক্রমে বেদ ও তারা। ২৭ নভেম্বর মুক্তি পাচ্ছে ইমতিয়াজের বেদ ও তারার কাহিনি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM