শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
এ আর রহমানের সুরে গানটি গেয়েছেন মিকা সিং। তবে কিছুদিন আগে মুক্তি পেয়েছে এই ছবির গান মটরগস্তী। যেখানে দীপিকা-রণবীর কেমিস্ট্রি নয়, পাগলামিতে মাতোয়ারা হবেন সিনেপ্রেমীরা। বলিঅন্দরের খবর, রণবীর দীপিকার রিয়েল লাইফ কাহিনিই নিয়েই ইমতিয়াজের তামাশা। হিউমার আর চেনা জীবনের ছক থেকে বেরিয়ে যাওয়ার ঘটনা আছে এ কাহিনিতেও৷ এ ছবিতে রণবীর ও দীপিকার নাম যথাক্রমে বেদ ও তারা। ২৭ নভেম্বর মুক্তি পাচ্ছে ইমতিয়াজের বেদ ও তারার কাহিনি।
মন্তব্য করুন