বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
টেকনাফে ৩ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি। রবিবার রাত ৯ টার দিকে টেকনাফ শাহপরীর দ্বীপ গোলারচর নামক স্থানের নাফ নদীতে একটি নৌকা হতে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জানা যায়, মায়নমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা ৩ ভাগে বিভক্ত হয়ে শাহপরীর দ্বিপ এলাকার নাফ নদীর মাঝ বরাবর অবস্থান নেয়। রাত আনুমানিক ৯টার দিকে মায়নমার হতে একটি নৌকা শুন্য রেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। এসময় বিজিবি’র টহল দলের পিবিজি এম লে: কর্ণেল মো: আবজার আল জাহিদ’র নেতৃত্বে সদস্যরা নৌকাটিকে ধরতে গেলে নৌকায় অবস্থানরত মাঝিমল্লাহ পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাসি চালিয়ে ৩ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯ কোটি টাকা বলে জানিয়েছেন ৪২ বিজিবি’র উপ পরিচালক মো: আজাহারুল আলম।
উদ্ধারকৃত এসব ইয়াবা উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার পাশাপাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন